ধর্মানুষ্ঠান (cult)

  • প্রত্যেক মঙ্গল বার তিনটি ভিন্ন ভিন্ন মন্দিরে ধর্মিয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রত্যেক মঙ্গল বার এখানে দূর-দূরান্ত থেকে হিন্দু-মুসলমান নির্বিশেষে হাজারো ভক্ত জড়ো হয়। ভক্তরা এখানে পাগলের কাছে তাদের মনের ইচ্ছা প্রকাশ করে থাকে, পাগল তার ভক্তদের মনের ইচ্ছা পূরণ করে।
  • এছাড়া ১৩ ই জৈষ্ঠ (২৭ মে অথবা ২৮ মে )কুম্ভের মেলা অনুষ্ঠিত হয়। কুম্ভের মেলায় দেশ-বিদেশের লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। মূলত কুম্ভের মেলা এক দিনের, কিন্তু ভক্তরা তিন-চার দিন পর্যন্ত আসা যাওয়া করে। প্রায় তিনশত বিঘা (১৫৬ একর) জায়গা যুরে পাগলের বিভিন্ন মন্দির ও মাঠ, এই সব জায়গা কানায় কানায় পরিপূর্ণ হয় পাগলের ভক্তদের দ্বারা।